বাংলা ভাষায় প্রথম অভিধান সংকলন করেন কে?

  • রামচন্দ্র বিদ্যাবাগীশ
  • রাজশেখর বসু
  • হরিচরণ দে
  • অশোক মুখোপাধ্যায়

উনিশ শতকের সূচনা থেকে বাংলা ভাষায় জ্ঞানবিজ্ঞান চর্চা শুরু হওয়ার পরিপ্রেক্ষিতে একভাষিক বাংলা-বাংলা অভিধানের আবির্ভাব ঘটে। বাংলালিপিতে মুদ্রিত প্রথম বাংলা-বাংলা অভিধানের নাম বঙ্গভাষাভিধান। এর সংকলক রামচন্দ্র বিদ্যাবাগীশ। ১৮১৭ সালে কলকাতা থেকে এটি প্রকাশিত হয়।