প্রথম Web browser কোনটি?

  • Netscape Navigator
  • World wide web
  • Internet Explorer
  • Safari (BETT)

১৯৯০ সালে ইংরেজ বিজ্ঞানী Tim Berner Lec প্রথম World Wide Web নামে ওয়েব ব্রাউজার তৈরি করেন, যা পরবর্তীতে Nexus নামকরণ করা হয় ৷ প্ৰায় একই সময়ে তিনি ইন্টারনেটের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত হাইপার টেক্সট ডকুমেন্টগুলো নিয়ে কাজ করার প্রক্রিয়া World Wide Web (WWW) উদ্ভাবন করেন। অন্যদিকে Netscape Navigator ১৯৯৪ সালে, Internet Explorer ১৯৯৫ সালে এবং Safari ২০০৩ সালে বাজারে অবমুক্ত হয় ।