পি.এল. ও সদর দপ্তর ছিল-

  • তিউনিস
  • রাবাত
  • বেনগাজী
  • মরোক্কো

PLO এর প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন হামলা-মামলা(?) মাধ্যমে এর সদর দপ্তর দামেস্ক, বৈরুত, লেবানন, জেরুজালেম ও তিনিউনিস ঘুরে ১৯৯৩ সালে পশ্চিম তীরের রামাল্লায় স্থাপিত হয়। ১৯৯৩ সালে ইয়াছির আরাফাত ইসরাইলের সাথে এক চুক্তির মাধ্যমে উভয়ে উভয়কেই স্বীকৃতি দেয়। তারপর এর সদরদপ্তরের স্থানান্তর ঘটে রামাল্লায় স্থাপিত হয়।