“তাতে সমাজজীবন চলে না।”- এ বাক্যটির অস্তিবাচক রূপ কোনটি?

  • তাতে সমাজজীবন চলে
  • তাতে না সমাজজীবন চলে
  • তাতে সমাজজীবন অচল হয়ে পড়ে।
  • তাতে সমাজজীবন সচল হয়ে পড়ে।

বাক্যে ‘না’, ‘নয়’, ‘নহে’, ‘নি’, ‘নেই’, ‘নাহি’, ‘নাই’ ইত্যাতি নঞর্থক অব্যয়যােগে অস্তিবাচক বাক্যের বিধেয় ক্রিয়াকে (সমাপিকা ক্রিয়াকে) নেতিবাচক বাক্যে রূপান্তর করা হয়। যেমন: নেতিবাচক বাক্য: তাতে সমাজজীবন চলে না। এর অস্তিবাচক বাক্য: তাতে সমাজজীবন অচল হয়ে পড়ে। অনুরুপভাবে নেতিবাচক বাক্য, মন নিচুতে নামতে চায় না। এর অস্তিবাচক বাক্য; মন নিচুতে নামতে অনিচ্ছুক।