জারণ প্রক্রিয়া সম্পন্ন হয় –

  • অ্যানোডে
  • ক্যাথোডে
  • অ্যানোড ও ক্যাথোড উভয়টিতে
  • বর্ণিত কোনটিতেই নয়

অ্যানােড হল সেই ইলেকট্রোড যেখানে জারণ বিক্রিয়া সংঘটিত হয় অর্থাৎ গ্যালভানিক কোষে জিঙ্ক ইলেকট্রোড একটি অ্যানােড। কপার ইলেকট্রোডে গৃহত দুটি ইলেট্রন দ্রবণে গিয়ে একটি Cu++২ আয়নের সাথে যুক্ত হয়ে কপার অণু গঠন করে যা Cu ইলেকট্রডে যুক্ত হয়।