কোনটি নামধাতুর উদাহরণ?

  • চল্
  • কর
  • বেতা
  • পড়

বিশেষ্য, বিশেষণ এবং ধ্বন্যাত্মক অব্যয়ের পরে আ’ প্রত্যয়যােগে যেসব ধাতু গঠিত হয়, সেগুলােকে নামধাতু বলা হয়। যেমন বেত (বিশেষ্য) – আ (প্রত্যয়) = বেতা। অপরদিকে চুল, পড় এগুলাে মৌলিক ধাতু বা ক্রিয়ামূলের উদাহরণ।