“আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর” কার লেখা?

  • এস, ওয়াজেদ আলী
  • আবুল হাশেম
  • আবুল মনসুর আহমেদ
  • আবুল হুসেন

‘আমার দেখা রাজনীত্তি পঞ্চাশ বছর’ – আবুল মনসুর আহমদ – এর বিখ্যাত গ্রস্থ। এতে আজকের বাংলাদেশ নামে পরিচিত ভূখণ্ডটির ১৯২০ থেকে ১৯৭০ সাল পর্যন্ত ইতিহাস আছে। তার রচিত অন্যান্য গ্রন্থ শেরে বাংলা থেকে বঙ্গবন্ধু, আয়না, ফুডকনফারেন্স, গালিভারের সফর নামা, আসমানি পর্দা, হুজুর কেবলা, আবে হায়াত ইত্যাদি।