২০২০ সালে প্রকাশিত ‘আইনের শাসন’ সূচকে শীর্ষস্থান অর্জনকারী দেশের নাম কী?
May 6, 2023 | আন্তর্জাতিক বিষয়াবলি, 41 BCS Preliminary
| - ডেনমার্ক
- নরওয়ে
- জার্মানি
- সিঙ্গাপুর
২০২২ সালের প্রতিবেদন অনুযায়ী শীর্ষ দেশ ডেনমার্ক এবং সর্বনিম্ন দেশ ভেনিজুয়েলা। ২০২২ সালে আইনের শাসনের সূচকে ১৪০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১২৭ তম। সাতটি বিষয় বিবেচনায় নিয়ে আইনের শাসনের এই সূচক করা হয়।