যে যুদ্ধের প্রেক্ষাপটে সাধারণ পরিষদে Uniting for peace resolution গ্রহীত হয়েছিল –
July 23, 2020 | আন্তর্জাতিক বিষয়াবলি, 17 BCS Preliminary
| - সুয়েজ খাল যুদ্ধ
- কোরীয় যুদ্ধ
- পাক-ভারত যুদ্ধ - ১৯৬৫
- ফকল্যান্ড যুদ্ধ
কোরিয়া যুদ্ধের প্রেক্ষাপটে ১৯৫০ সালে Uniting for peace resolution গৃহীত হয়েছিল। এর মূলকথা ছিল যে নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্য কোন সিদ্ধান্তে পৌঁছাতে না পারলে, সাধারণ পরিষদ শান্তি ও নিরাপত্তার জন্য ব্যবস্থা গ্রহণ করতে পারবে। উল্লেখ থাকে যে কোরিয়া যুদ্ধে আমেরিকা ছিল দক্ষিণ কোরিয়ার পক্ষে এবং রাশিয়া ছিল উত্তর কোরিয়ার পক্ষে, ফলে কোরিয়া প্রশ্নে কোন ফলপ্রসু সিদ্ধাতে আসা সম্ভব হচ্ছিল না।