মার্বেল কোন ধরনের শিলা?
May 6, 2023 | ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব) পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা, 41 BCS Preliminary
| - রূপান্তরিত শিলা
- আগ্নেয় শিলা
- পাললিক শিলা
- মিশ্র শিলা
আগ্নেয় ও পাললিক এ উভয় প্রকার শিলায় তাপ, চাপ ও রাসায়নিক ক্রিয়ার ফলে এর খনিজ উপাদান ও বুনটের পরিবর্তন হয়ে যে নতুন শিলার সৃষ্টি হয় তাকে রূপান্তরিত শিলা বলে। যেমনঃ নিস (গ্রানাইট থেকে সৃষ্টি হয়), মার্বেল (চুনাপাথর বা ডোলোমাইট থেকে)। উল্লেখ্য যে গঠন প্রণালি অনুসারে শিলা ৩ প্রকার। ১. আগ্নেয় শিলা, ২. পাললিক শিলা, ৩. রূপান্তরিত শিলা।