মানবদেহে লোহিত কণিকার আয়ুষ্কাল কত দিন?
May 7, 2023 | সাধারণ বিজ্ঞান, 41 BCS Preliminary
| - ৭ দিন
- ৩০ দিন
- ১৮০ দিন
- উপরের কোনটিই নয়
লোহিত রক্ত কণিকা দেহের অস্থিমজ্জায় তৈরী হয়ে ১২০ দিন পরে প্লীহাতে ধ্বংস প্রাপ্ত হয়। লোহিত রক্তকণিকার বৈশিষ্ট্যঃ
- পরিণত লোহিত রক্তকণিকায় কোনো নিউক্লিয়াস থাকে না।
- লোহিত রক্তকণিকা দেখতে অনেকটা চাকতির মতো এবং দ্বি-অবতল।
- লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন থাকে।
- লোহিত রক্তকণিকার সংখ্যা শ্বেত রক্তকণিকার তুলনায় অনেক বেশি।
- লোহিত রক্তকণিকার গড় আয়ু ১২০ দিন।