মধুসূদন দত্ত রচিত ‘বীরাঙ্গনা’-
December 3, 2018 | বাংলা ভাষা ও সাহিত্য, 31 BCS Preliminary
| - মহাকাব্য
- পত্রকাব্য
- গীতিকাব্য
- আখ্যানকাব্য
'বীরাঙ্গনা কাব্য' (১৮৬২) একটি পত্রকাব্য। এটি মধুসূদনের অমিত্রাক্ষর ছন্দের সর্বোত্তম নিদর্শন। ইটালীয় কবি ওভিডের 'Heroides কাব্যের আদর্শানুসারে এগারটি পূর্ণপত্রে কাব্যটি রচিত। মধুসূদন এ কাব্যটি কবি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে উৎসর্গ করেন।