বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত ?
April 12, 2023 | বাংলাদেশ বিষয়াবলি, 40 BCS Preliminary
| - সিলেটের বনভূমি
- পার্বত্য চট্টগ্রামের বনভূমি
- ভাওয়াল ও মধুপুরের বনভূমি
- খুলনা, বরিশাল ও পটুয়াখালীর বনভূমি
বনভূমির অবস্থান ও বিস্তৃতি অনুসারে বাংলাদেশের বনাঞ্চলকে প্রধানত পাঁচভাগে ভাগ করা হয়েছে। এছাড়া বনের প্রকৃতি অনুসারে বনকে তিন ভাগে ভাগ করা যায়।
- ক্রান্তীয় পতনশীল, পত্রযুক্ত বৃক্ষের বনভূমি;
- ক্রান্তীয় চিরহরিৎ এবং পতনশীল পত্রযুক্ত বৃক্ষের বনভূমি ও
- গরান বা স্রোতজ বনভূমি (সুন্দরবন)।