নিচের কোনটি বৃহৎ স্কেল মানচিত্র?
April 26, 2023 | ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব) পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা, 40 BCS Preliminary
| - ১: ১০,০০০
- ১: ১০০,০০০
- ১ : ১০০০,০০০
- ১ : ২৫০০,০০০
স্কেলের পার্থক্য অনুসারে মানচিত্র ২ প্রকার; যথা ১. ক্ষুদ্র স্কেলের মানচিত্র ও ২. বৃহৎ স্কেলের মানচিত্র। যখন বৃহৎ স্কেলে ক্ষুদ্র এলাকাকে অনেক বড় করে দেখানো হয় তখন তাকে বৃহৎ স্কেলের মানচিত্র বলে। এ বৃহৎ স্কেলের মানচিত্রে বিভিন্ন ভূসম্পত্তি, কৃষি ক্ষেত্র, বাড়িঘর, দালানকোঠা, নদ-নদী, বন-জঙ্গল, পরিবহন পথ, শহর, বন্দর ইত্যাদির সীমানা অঙ্কিত থাকে। উপরোক্ত অপশন- এর ক্ষেত্রে ১ : ১০,০০০ অপশনটিই সঠিক।