নদীর অধিক বিস্তৃত মোহনাকে কী বলে?
March 14, 2023 | পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনাভূগোল (বাংলাদেশ ও বিশ্ব)
| - খাঁড়ি
- প্রস্রবণ
- সঞ্চয়
- জলাশয়
- মোহনাঃ উৎসস্থল থেকে সৃষ্টি হওয়ার পর নদী তার প্রবাহপথ সম্পূর্ণ করার পর যে স্থানে (সাগর, মহাসাগর, হ্রদ, জলাভূমি বা অন্যত্র) পতিত হয়ে সমাপ্তি লাভ করে, তাকে নদী মোহনা (River Outfall) বলে ।
- খাঁড়িঃ নদীর অধিক বিস্তৃত মোহনাকে খাঁড়ি বলে।
- নদী সঙ্গমঃ দুই বা ততোধিক নদীর মিলনস্থলকে নদী সঙ্গম বলা হয় ।
- উৎসঃ নদীর উৎপত্তি স্থানকে নদীর উৎস বলা হয় ।