‘অলৌকিক ইস্টিমার’ গ্রন্থের রচয়িতা কে?
December 10, 2016 | বাংলা ভাষা ও সাহিত্য, 37 BCS Preliminary
| - হূমায়ুন আজাদ
- হেলাল হাফিজ
- আসাদ চৌধুরী
- রফিক আজাদ
হূমায়ুন আজাদ উল্লেখযোগ্য কাব্যঃ ‘অলৌকিক ইস্টিমার’, ‘জ্বলো চিতাবাঘ’, ‘সব কিছু নষ্টদের অধিকারে যাবে’, যতোই গভীরে যাই ততই মধু, যতোই ওপরে যাই নীল, আমি বেঁচে ছিলাম অন্যদের সময়ে, কাফনে মোড়া অশ্রুবিন্দু; হেলাল হাফিজের কাব্য গ্রন্থঃ যে জলে আগুন জ্বলে, কবিতা একাত্তর। রফিক আজাদের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ: অসম্ভবের পায়ে, চুনিয়া আমার আর্কেডিয়া, সশস্ত্র সুন্দর, হাতুড়ির নিচে জীবন, পরিকীর্ণ পানশালায় আমার স্বদেশ, অপর অরণ্যে, বিরিশিরি পর্ব ইত্যাদি।