BCS-Solution

মধ্য যুগ

১২০৪ খ্রিষ্টাব্দে ইখতিয়ারউদ্দিন মুহম্মদ বিন বখতিয়ার খলজীর বঙ্গ বিজয়কে মনে রেখে মধ্যযুগের ব্যাপ্তিকাল ধরা হয় ১২০০-১৮০০ সাল পর্যন্ত। ১২০০-১৩৫০ সালের মধ্যে বিশেষ কোণ সাহিত্য কর্মের সৃষ্টি না হওয়ায় এ সময়কে অনেক গবেষক বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলতে চান। ছয়শত বছরের এ দীর্ঘ সময়ে মধ্যযুগে অনেক সাহিত্য কর্মের সৃষ্টি হয়। মধ্যযুগের প্রথম নির্দশন বড়ু চণ্ডীদাসের ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্য। এটি চৌদ্দ শতকের দ্বিতায়ার্ধে রচিত। মধ্যযুগের সাহিত্য কর্মের মধ্যে প্রধান চারটি ধারা যথাক্রমে বেষ্ণব পদাবলি, মঙ্গল কাব্য, রোমান্টিক প্রণয়োপাখ্যান।

বাংলা সাহিত্যের অন্ধকার যুগ

গীতগোবিন্দ
শ্রীকৃষ্ণকীর্তন কাব্য
বৈষ্ণব পদাবলী

মঙ্গলকাব্য
আলাউদ্দিন হোসেন শাহ
চন্দ্রাবতী
মনসামঙ্গল কাব্য
চণ্ডীমঙ্গল কাব্য
কৃষ্ণচন্দ্র রায়
ভারতচন্দ্র রায় গুণাকর
অন্নদামঙ্গল কাব্য
ধর্মমঙ্গল কাব্য
চণ্ডীমঙ্গল কাব্য
শাহ বারিদ খান / সাবিরিদ খান
কলিকামঙ্গল কাব্য
গঙ্গামঙ্গল কাব্যঃ দ্বিজমাধব
গৌরীমঙ্গলঃ কবিচন্দ্র মিশ্র

জীবনী সাহিত্য
শ্রী চৈতন্যদেব

অনুবাদ সাহিত্য

রোমান্সধর্মী প্রণয়োপাখ্যান
গিয়াসউদ্দিন আজম শাহ

শাহ মুহম্মদ সগীর
ইউসুফ জোলেখা কাব্য
দৌলত উজির বাহারাম খান
লাইলি মজনু কাব্য
মুহম্মদ কবীর
মধুমালতী কাব্য
শাহ বারিদ খান / সাবিরিদ খান

আব্দুল হাকিম
সৈয়দ সুলতান
নওয়াজিস খান
গুলে বকাওলী
রোসাং রাজসভায় বাংলা সাহিত্য
দৌলত কাজী
সতীময়না-লোরচন্দ্রানী
কোরেশী মাগন ঠাকুর
পদ্মাবতী
আলাওল

শ্যামাসংগীত
রামপ্রসাদ সেন
শেখ ফয়জুল্লাহ
গোরক্ষবিজয়
মর্সিয়া সাহিত্য /

শায়ের ও কবিওয়ালা

পুঁথি সাহিত্য / শায়ের / দোভাষী পুঁথি

লোকসাহিত্য
গীতিকা
মধ্যযুগে বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষক

প্রাচীন ও মধ্যযুগের কয়েকটি বিখ্যাত গ্রন্থ
শ্রীকৃষ্ণবিজয়
অমর কোষ
অর্থশাস্ত্র
শব্দকল্পদ্রুম
রিয়াজ-উস-সালাতীন
আগম ও জ্ঞানসাগর
রামচরিতম
আইন-ই-আকবরী
পদ্মাবতী
চন্দ্রাবতী (কাব্য)
কাব্যমীমাংসা
সংস্কৃত ভাষা থেকে অনুবাদ
কৃত্তিবাস ওঝার শ্রীরাম পাঁচালি
মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয়

Exit mobile version