কোরেশী মাগন ঠাকুর

কোরেশী মাগন ঠাকুর (১৭শ শতক) আরাকানের মধ্যযুগীয় বাংলা কবি। আরাকান রাজসভার প্রথম বাংলা কবি। তাঁর পৈতৃক বাসস্থান চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার চক্রশালা। তাঁর রচিত কাব্যগ্রন্থের নাম চন্দ্রাবতী। তিনি সঙ্গীত ও অলঙ্কার শাস্ত্রে পন্ডিত ছিলেন।

সাহিত্য কর্ম
চন্দ্রাবতী কাব্য (৩৮তম বিসিএস প্রিলিমিনারি)

তাঁরই নির্দেশ এবং অনুপ্রেরনায় আলাওল পদ্মাবতী কাব্য রচনা করেন।

Add a Comment