গীতিকা কাকে বলে?

বিগত সালের BCS Preliminary- তে এখান থেকে প্রশ্ন এসেছে টি।

গীতিকা আখ্যানধর্মী লোকসাহিত্য। আবৃত্তির পাশাপাশি এটি গীত হয় এবং প্রকাশভঙ্গিতে থাকে লৌকিক বৈশিষ্ট্য। এর মূল ভিত্তি জনশ্রুতিমূলক বিষয় এবং বর্ণনায় প্রায়শ লৌকিক ছন্দ ব্যবহৃত হয়। বাংলা ‘গীতিকা’ ও ইংরেজি ব্যালাড(Ballad) শব্দদুটি প্রায় সমধর্মী। Ballad শব্দটি ফরাসি Ballet (ব্যালে) বা নৃত্য থেকে এসেছে। (২৬তম বিসিএস প্রিলিমিনারি) ব্যালেতে শুধু নৃত্যের মাধ্যমেই নর্তক নর্তকী একটি কাহিনী উপস্থাপন করেন। বাংলাদেশে সংগৃহীত গীতিকাগুলোকে তিনভাগে ভাগ করা হয়

  1. মৈমনসিংহ গীতিকা
  2. পূর্ববঙ্গ-গীতিকা
  3. নাথ গীতিকা

Add a Comment