বর্তমান সরকারের অঙ্গীকার রূপকল্প ২০২১ সালের সারবস্তু হলো স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশকে একটি মধ্য আয়ের দেশে উন্নীত করা। এ রূপকল্পে অর্থনৈতিক উন্নয়ন ও উদ্যোগ হিসাবে ২০১৫-১৬ অর্থবছরকে ভিত্তি ধরে এবারের পঞ্চবার্ষিক(2016-2020) পরিকল্পনায় ৩১ লাখ ৯০ হাজার কোটি টাকার বিনিয়োগ প্রাক্কলন করা হয়েছে। পরিকল্পনা অনুসারে মোট বিনিয়োগ বর্তমানে জিডিপির ২৮.৯ ভাগ থেকে ২০২০ সালে জিডিপির ৩৪.৪ ভাগে উন্নীত করতে হবে।
এ পরিকল্পনায় গড়ে ৭ দশমিক ৪ ভাগ প্রবৃদ্ধি অর্জন ও দারিদ্র্যের হার বর্তমানের ২৪ দশমিক ৮ ভাগ থেকে কমিয়ে ১৮.৬ ভাগে হ্রাস করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা করা হয়েছে। এজন্য প্রায় ৩২ লাখ কোটি টাকা বিনিয়োগের প্রয়োজন হবে। যা অভ্যন্তরীণ ও বৈদেশিক অংশ থেকে অর্থায়নের পরিকল্পনা নেয়া হয়েছে