An extra message added at the end of a letter after it is signed is called-

  • corrigendum
  • NB
  • postscript
  • RSVP

  1. Corrigendum- corrigendum অর্থ সংশোধনীয় বিষয় যেমন পত্রিকায় প্রকাশিত কোন বিজ্ঞপ্তিতে নতুন কোন কিছু যোগ করতে corrigendum দেওয়া হয়। আর addendum দেওয়া হয় অল্প কোন ভুল ত্রুটির সংশোধন রূপে, যেমন প্রথম বিজ্ঞাপনে চাকরির বয়স হয়ত ৩০ চাওয়া হয়েছিল, পরে addendum দিয়ে তা ৩২ করা। আর প্রথম বিজ্ঞাপনে কোন অভিজ্ঞতাই চাওয়া হয়নি, পরে corrigendum দিয়ে ৫ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়।
  2. NB- nota bene অর্থ সতর্কতার সাথে লক্ষ করুন বা লক্ষণীয়।
  3. postscript - চিঠিতে স্বাক্ষরের পরে যুক্ত অতিরিক্ত বার্তা বা বাক্যাবলিকে বলা হয় postscript (পুনশ্চ )।
  4. RSVP (French phrase “répondez s'il vous plaît.”) অর্থ দয়া করে জবাব দিন (please reply) যা আমন্ত্রণ কার্ডের নিচ প্রান্তে লেখা হয় ।