বিজ্ঞপ্তি প্রকাশঃ ৮/৪/১৮
পদের সংখ্যাঃ ৪ হাজার ৫৪২ জন সহকারী সার্জন আর ২৫০ জন সহকারী ডেন্টাল সার্জন।
আবেদনের সময়ঃ ২০১৮, ১০ এপ্রিল থেকে ৩০ এপ্রিল।
আবেদনকারীর সংখ্যাঃ ৩৭ হাজার ৫৮৩ জন
প্রিলিমিনারি পরীক্ষাঃ ২০১৮, ৩ আগস্ট
পরীক্ষা পদ্ধতিঃ ৩৯তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারিতে এমসিকিউ পদ্ধতিতে লিখিত পরীক্ষা হয়। এতে ২০০ নম্বরের প্রশ্নের উত্তর দিতে হয়েছিল। এই বিসিএসে আলাদা করে লিখিত পরীক্ষা হয়নি। এ ছাড়া ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা নেওয়া হয়েছিল। মেডিকেল সায়েন্স বা ডেন্টাল সায়েন্স বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা হবে। এ ছাড়া বাংলা, ইংরেজি, বাংলাদেশ বিষয়াবলি ও আন্তর্জাতিক বিষয়াবলিতে ২০ নম্বর করে এবং মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তিতে ১০ নম্বর করে মোট ২০০ নম্বরের দুই ঘণ্টার লিখিত পরীক্ষা হবে।
প্রিলিমিনারিতে উপস্থিতিঃ পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৯৩ শতাংশ।
ফলাফল প্রকাশঃ ২০১৮, ৬ সেপ্টেম্বর
প্রিলিমিনারিতে উত্তীর্ণঃ সহকারী সার্জন পদে ১৩ হাজার ২১৯ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৫১৩ জন
লিখিতঃ এটি ছিল বিশেষ বিসিএস, তাই লিখিত পরীক্ষা হয়নি।
মৌখিক পরীক্ষাঃ ২০১৮, ১০ অক্টোবর থেকে ২০১৯, ৭ মার্চ
চূড়ান্ত ফলাফল প্রকাশঃ ৩০/০৪/১৯
সুপারিশ করা হয়ঃ ৪ হাজার ৭৯২ জন চিকিৎসক