বাঙালি জাতির ইতিহাস-ঐতিহ্যের মতোই সমৃদ্ধ বাংলাদেশের সাহিত্য। অসংখ্য প্রতিভাবান সাহিত্যিক অবলীলায় খেলা করেছেন বাংলা সাহিত্যের উন্মুক্ত প্রান্তরে। তাদের সৃষ্টিশীল সাহিত্য কর্মে বাংলাদেশের সাহিত্য পেয়েছে এক অনন্য মর্যাদা।
এদেশের সাহিত্যের সবুজ অঙ্গন সুশোভিত হয়েছে নানাভাবে। কখনো সাহিত্যের মাঠে মরু বেদুঈনের মতো বিষের বাঁশি হাতে অগ্নিবীনার আগুন ঝরা সুর ছড়িয়েছেন বিদ্রোহের মহাপুরুষ। কখনো বা ঘুমন্ত জাতিকে জেগে উঠার স্বপ্ন দেখিয়েছেন সাত সাগরের মাঝি। মেঠো পথের রাখাল বালক বুনে গেছেন নকশী কাঁথার মাঠে কবরের হৃদয়গ্রাহী বেদনা। কখনো বা কালের কলস হাতে বাংলার সারা মাঠ-ঘাট মায়ের হারিয়ে যাওয়া নোলক খুঁজেছেন বাংলা মায়ের ছেলে। সংসার এবং স্বামী সেবার বাইরেও যে একটা পৃথিবী রয়েছে তা নারীদের জানাতে এগিয়ে এসেছেন বাংলা সাহিত্যের অগ্নিকন্যারা। নারী শিক্ষার গুরুত্ব তুলে ধরতে আজীবন লড়াই করে গেছেন রক্ষণশীল সমাজ, গোঁড়ামি আর কুসংস্কারের বিরুদ্ধে। ঋতু বৈচিত্রের মতোই বিচিত্র সুন্দর এই বাংলাদেশের সাহিত্য। এই সৌন্দর্যের মায়াজালে আবদ্ধ বাংলার গ্রামীন জনপদ, শহরের ব্যস্ত জীবন। ব্যস্ততম জীবনেও বাংলাদেশের গুণী সাহিত্যিকরা অবদান রেখেছেন সাহিত্যের সকল শাখায়।
বাংলাদেশের উপন্যাস
বাংলাদেশের কবিতা
বাংলাদেশের নাটক
বাংলাদেশের প্রবন্ধ
বাংলাদেশের ছোটগল্প