উত্তর আমেরিকা পৃথিবীর উত্তর গোলার্ধে ও প্রায় সম্পূর্ণ পশ্চিম গোলার্ধে অবস্থিত একটি মহাদেশ। একে কখনো কখনো আমেরিকার উত্তর উপমহাদেশও ধরা হয়। মহাদেশটি উত্তরে উত্তর মহাসাগর, পূর্বে আটলান্টিক মহাসাগর, দক্ষিণে ও পশ্চিমে প্রশান্ত মহাসাগর, এবং দক্ষিণ-পূর্বে দক্ষিণ আমেরিকা এবং ক্যারিবীয়ান সাগর পরিবেষ্টিত।
উত্তর আমেরিকার প্রধান ভাষাগুলোর মধ্যে অন্যতম হল ইংরেজি, স্পেনীয় এবং ফরাসি। ২০১২ সালের পিউ রিসার্চ সেন্টারের জরিপানুযায়ী উত্তর আমেরিকার সর্ববৃহৎ ধর্ম খ্রিষ্টান। উত্তর আমেরিকার দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র, ৩১৮.৪ মিলিয়ন জনসংখ্যা নিয়ে প্রধান জনবহুল দেশ। দ্বিতীয় জনবহুল দেশ মেক্সিকো (জনসংখ্যা প্রায় ১১২.৩২ মিলিয়ন) অন্যদিকে কানাডা তৃতীয় (জনসংখ্যা ৩২.৬২ মিলিয়ন)।
ক্রমিক | দেশের নাম | রাজধানী | মুদ্রা |
---|---|---|---|
১। | যুক্তরাষ্ট্র | ওয়াশিংটন ডিসি | ডলার |
২। | কানাডা | অটোয়া | ডলার |
৩। | মেক্সিকো | মেক্সিকো সিটি | নিউ পেসো |
৪। | এল সালভাদর | সান সালভাদর | কোলেন |
৫। | কোস্টারিকা | সানজোসে | কোলেন |
৬। | গুয়েতেমালা | গুয়েতেমালা সিটি | কুয়েটজাল |
৭। | নিকারাগুয়া | মানাগুয়া | করডোবা |
৮। | পানামা | পানামা সিটি | বালবোয়া |
৯। | হন্ডুরাস | তেগুচিগালপা | লেম্পিরা |
১০। | এন্টিগুয়া ও বারমুডা | সেন্ট জোনস | ডলার |
১১। | কিউবা | হাভানা | পেসো |
১২। | গ্রানাডা / গ্রেনাডা | সেন্ট জর্জেস | ডলার |
১৩। | জ্যামাইকা | কিংসটন | ডলার |
১৪। | ডোমিনিকা | রোসিয়াউ | ডলার |
১৫। | ডোমিনিকান রিপাবলিক | সেন্ট ডোমিনিগো | পেসো |
১৬। | ত্রিনিদাদ ও টোবাগো | পোর্ট অব স্পেন | ডলার |
১৭। | বারবাডোজ / বার্বাডোস | ব্রিজটাউন | ডলার |
১৮। | বাহামা দ্বীপপুঞ্জ | নাসাউ | ডলার |
১৯। | বেলিজ | বেলমোপান | ডলার |
২০। | সেন্টকিটস / সেন্ট কিট্স ও নেভিস | বাসটেরে / বাসেতেরে | ডলার |
২১। | সেন্ট ভিনসেন্ট | কিংসটাউন | ডলার |
২২। | সেন্ট লুসিয়া | কাস্ট্রি | ডলার |
২৩। | হাইতি | পোর্ট অব প্রিন্স / পর্তোপ্রাঁস | গুর্দে |
২৪। | অ্যাঙ্গুইলা | দ্যা ভ্যালি | ডলার |
২৫। | কেইম্যান দ্বীপপুঞ্জ | জর্জটাউন | কিড |
২৬। | পুয়ের্তো রিকো | সানজুয়ান | ডলার |
২৭। | বারমুডা | হ্যামিলটন | ডলার |