যৌগিক বাক্যের অন্যতম গুণ কি?

  • একটি জটিল ও একটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন
  • একটি সংযুক্ত ও একটি বিযুক্ত বাক্যের সাহায্যে বাক্য গঠন
  • দুটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন
  • দুটি মিশ্র বাক্যের সাহায্যে বাক্য গঠন

যৌগিক বাক্যের অন্তর্গত নিরপেক্ষ বাক্যগুলো এবং, ও, কিন্তু, অথবা, অথচ, কিংবা, বরং, তথাপি প্রভৃতি অব্যয় যোগে সংযুক্ত বা সমন্বিত থাকে। -কমপক্ষে দুটি খণ্ডবাক্য থাকে । -বাক্যগুলো পরস্পর নিরপেক্ষ বা স্বাধীন।