বাংলার ছিয়াত্তরের মনন্তর এর সময় কাল-

  • ১৭৭০ খ্রীষ্টাব্দ
  • ১৭৬০ খ্রীষ্টাব্দ
  • ১৭৬৫ খ্রীষ্টাব্দ
  • ১৭৫৬ খ্রীষ্টাব্দ

‘ছিয়াত্তরের মন্বন্তর’ ( Bengal famine of 1770) বাংলার তথা ভারতের ইতিহাসে সর্বাপেক্ষা ভয়াবহ দুর্ভিক্ষ নামে পরিচিত। ১১৭৬ বঙ্গাব্দে ( খ্রি. ১৭৭০) এই দুর্ভিক্ষ হয়েছিল বলে একে ‘ছিয়াত্তরের মন্বন্তর’ বলা হয়। ১৭৭০-এ(বাংলা ১১৭৬) অনাবৃষ্টি হয়। দেশে দেখা দেয় চরম বিপর্যয় ও দুর্ভিক্ষ। এতে কয়েক লক্ষ মানুষ না খেতে পেয়ে মারা যান। এটাই ইতিহাসখ্যাত ছিয়াত্তরের মন্বন্তর।