চন্দরা চরিত্রের স্রষ্টা কে?

  • বুদ্ধদেব বসু
  • রবীন্দ্রনাথ ঠাকুর
  • মীর মশাররফ হোসেন
  • সৈয়দ শামসুল হক

রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছের অন্তর্গত 'শাস্তি' গল্পের একটি চরিত্র চন্দরা। গল্পে দুখিরাম রুই ও ছিদাম রুই দুই ভাইয়ের মাঝে ছিল প্রচুর ভাব কিন্তু তাদের স্ত্রীদের মাঝে তার ততই অভাব। ছিদাম রুইয়ের বউয়ের নাম চন্দরা। ঘটনার পরিস্থিতি ও আকস্মিকতায় দুখিরাম তার বউ কে খুন করে। অনিচ্ছায় এবং ইচ্ছায়(!) সে খুনের দায় চন্দরা নেয় ও তার ফাঁসি হয়।