কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ?

  • সিংহাসন
  • কানাকানি
  • গাছপাকা
  • ভাই-বোন

দ্বন্দ্ব সমাসে প্রত্যেকটি সমস্যমান পদের অর্থের সমান প্রাধান্য থাকে। মিলনার্থক দ্বন্দ্ব সমাসে সমস্যমান পদগুলোর অর্থ আলাদা হলেও তাদের মাঝে অর্থগত দিক থেকেই একটা মিল বা আত্নীয়তার সম্পর্ক থাকে। যেমনঃ মা-বাপ, মাসি-পিসি, চা-বিস্কুট, ভাই-বোন ইত্যাদি। সিংহাসন= সিংহ চিহ্নিত আসন(মধ্যপদলোপী কর্মধারয়) কানা-কানি= কানে কানে যে কথা( ব্যতিহার বহুব্রীহি) গাছপাকা= গাছে-পাকা(সপ্তমী তৎপুরুষ) বিস্তারিত দেখুন- দ্বন্দ্ব সমাস