BCS-Solution

বাংলা ভাষা

বিসিএস প্রিলিমিনারিতে(BCS Preliminary) বাংলা ভাষা অর্থাৎ ব্যাকরণ থেকে প্রশ্ন হয় ১৫টি। এর জন্য নিচের সিলেবাস নির্দিষ্ট থাকলেও এর বাইরে থেকে প্রশ্ন আসতে পারে। তাই ভালো প্রস্তুতির জন্য অতিরিক্ত পড়ার বিকল্প নেই।

সিলেবাসে যা যা আছে

প্রয়োগ-অপপ্রয়োগ, বানান ও বাক্য শুদ্ধি, পরিভাষা, সমার্থক বিপরীতার্থক শব্দ, ধ্বনি, বর্ণ, শব্দ, পদ, বাক্য, প্রত্যয়, সন্ধি, সমাস।

সিলেবাস বহির্ভূত

কারক
যুক্তবর্ণ
ধাতু
ভাষা ও ব্যাকরণ
উপসর্গ
শব্দগঠন

ষ-ত্ব বিধান
ণ-ত্ব বিধান
বাচ্য

এক -এ চন্দ্র, দুই –এ পক্ষ

দ্বিরুক্ত শব্দ

যতি বা ছেদ-চিহ্ন

সমোচ্চারিত শব্দ

বাগধারা

বাক্য সংকোচন

প্রবাদ-প্রবচন

Exit mobile version