BCS-Solution

Number পরিবর্তনের আরও কয়েকটি নিয়ম

যে-সব Singular Number এর শেষে “U” আছে; সে-সব Singular Number কে Plural Number করতে “U” এর পর “X” যুক্ত করতে হবে।

Singular অর্থ Plural
Adieu বিদায় Adieux
Bureau দপ্তর Bureaux
Gateau শৌখিন পীঠা বিশেষ Gateaux

যে-সব Singular Noun এর শেষে “ON” আছে; সে-সব Singular Noun কে Plural Noun করতে “ON” এর পরিবর্তে “A” যুক্ত করতে হবে।

Singular অর্থ Plural
Criterion মাপদণ্ড Criteria
Phenomenon ঘটনা Phenomena

যে-সব Singular Number এর শেষে “IX” ও “EX” আছে; সে-সব Singular Number কে Plural Number করতে “IX” ও “EX” এর পরিবর্তে “ICES” যুক্ত করতে হবে।

Singular অর্থ Plural
Apex চূড়া Apices
Appendix পরিশিষ্ট Appendices
Index সূচি, ঘাত Indices
Radix সংখ্যা পদ্ধতির ভিত্তি Radices
Vertex শীর্ষ বিন্দু vertices
Exit mobile version