BCS-Solution

বরিশাল জেলা

পূর্ব নামঃ চন্দ্রদ্বীপ/বাকলা/ইসমাইল পুর । দেশের খাদ্যশষ্য উৎপাদনের একটি মূল উৎস এই বৃহত্তর বরিশাল। তাই একে শষ্য ভান্ডার। একে বাংলার ‘ভেনিস‘ বলা হয়।

অবস্থানঃ কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত

উল্লেখযোগ্য ব্যাক্তিত্বঃ
বিজয় গুপ্ত (প্রাচীন মনসামঙ্গল কাব্যের অন্যতম কবি), শের-ই-বাংলা এ কে ফজলুল হক, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর, মেজর এম এ জলিল- মুক্তিযুদ্ধে ৯ নং সেক্টর কমান্ডার, শহীদ আলতাফ মাহমুদ, চারণ কবি মুকুন্দদাস, অশ্বিনীকুমার দত্ত, আরজ আলী মাতুব্বর, আবু জাফর ওবায়দুল্লাহ, কবি সুফিয়া কামাল, কবি কুসুমকুমারী দাশ, কবি কামিনী রায়, সরদার ফজলুল করিম, কবি জীবনানন্দ দাশ, হানিফ সংকেত, কবি মোজাম্মেল হক, আবদুল গাফফার চৌধুরী, কবি হুমায়ূন কবির, প্রতিবাদী রোমান্টিক কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ

দর্শনীয় স্থানঃ কবি বিজয়গুপ্তের মনসামঙ্গল কাব্যে উল্লেখিত মনসা মন্দির।

উল্লেখযোগ্য প্রতিষ্ঠানঃ শের-ই-বাংলা জাদুঘর

নদ-নদীঃ মেঘনা, আড়িয়াল খাঁ, বিষখালী, কীর্তনখোলা, তেতুলিয়া, কালাবদর, সন্ধ্যা ইত্যাদি।

<- বরগুনা
ঝালকাঠি ->

Exit mobile version