BCS-Solution

এক নজরে মধ্যযুগের সাহিত্যিক ও তাদের পৃষ্ঠপোষক

চেীদ্ধ শতকের শেষ দিকে বা পনের শতকের শুরুর দিকে হিন্দু কবিদের পাশাপাশি মুসলমান কবিরা অনুবাদের কাজে হাত দেন। মধ্যযুগে বাংলা সাহিত্য ছিল পুরোপুরি দেবতাকেন্দ্রিক । এসময় মুসলমান কবিরা আরবি, ফারসি ও হিন্দি প্রণয়মূলক কাব্যগুলো বাংলায় অনুবাদ করতে শুরু করেন। শাহ মুহম্মদ সগীর বাংলা ভাষায় প্রথম মুসলমান কবি। এদের মধ্যে রয়েছেন: দেীলত উজির বাহরাম খান, মুহম্মদ কবির, সাবিরিদ খান, দেীলত কাজী, আবদুল হাকিম , আলাওল, মাগন ঠাকুর প্রমুখ এ যুগের উল্লেখযোগ্য কবি।

উল্লেখযোগ্য পৃষ্ঠপোষক ও কবিঃ

কবি কাব্য পৃষ্ঠপোষক
শাহ মুহম্মদ সগীর ইউসুফ জুলেখা গিয়াসউদ্দিন আজম খান
কৃত্তিবাস রামায়ণ জালালুদ্দিন মুহম্মদ শাহ
মালাধর বসু শ্রীকৃষ্ণ বিজয় রুকনউদ্দিন বারবক শাহ
জৈনুদ্দিন রসুলবিজয় শামসুদ্দিন ইউসুফ শাহ
বিপ্রদাশ মনাসাবিজয় আলাউদ্দিন হোসেন শাহ
বিজয়গুপ্ত মনসামঙ্গল আলাউদ্দিন হোসেন শাহ
যশোরাজ খান বৈষ্ণবপদ আলাউদ্দিন হোসেন শাহ
কবীন্দ্র পরমেশ্বর মহাভারত হুসেন শাহের সেনাপতি পরাগল খান
বিদ্যাপতি বৈষ্ণবপদ নাসিরুদ্দিন নুসরত শাহ
শেখ কবির বৈষ্ণবপদ নাসিরুদ্দিন নুসরত শাহ
শ্রীধর বিদ্যাসুন্দর আলাউদ্দিন ফিরোজ শাহ
আলাওল পদ্মাবতী, তোহফা, সিকান্দারনামা কোরেশী মাগন ঠাকুর, শ্রীমন্ত সোলেমান, নবরাজ মজলিস ।

– lighteducationbd থেকে।

Exit mobile version