BCS-Solution

দিগদর্শন (১৮১৮)

দিগদর্শন বঙ্গভূমিতে প্রথম বাংলা সাময়িকপত্র। (২৮তম বিসিএস প্রিলিমিনারি) শ্রীরামপুর মিশনের উদ্যোগে শ্রীরামপুর থেকে ১৮১৮ খ্রিস্টাব্দের এপ্রিল মাসে প্রথম এই পত্রিকা প্রকাশিত হয়। সম্পাদক ছিলেন খ্রিষ্টান ধর্ম প্রচারক জোশুয়া মার্শম্যানের পুত্র জন ক্লার্ক মার্শম্যান। চার পৃষ্ঠার পত্রিকাটি ছিল বাংলা-ইংরেজি দ্বিভাষিক পত্রিকা। এখানে বাংলা ও ইংরেজি অনুবাদ একসঙ্গে প্রকাশিত হত। পত্রিকাটির মোট ২৬ সংস্করণ বাংলাতে ও ১৬ টি সংস্করণ বাংলা ইংরেজি উভয় ভাষাতেই প্রকাশিত হয়েছিল। শ্রীরামপুরের সাংবাদিকেরা একটি নিজস্ব ভাষারীতি গড়ে তুলতে সক্ষম হয়েছিলেন। এটি ছিল মাসিক পত্রিকা এবং এখানে ছাত্রদের উপযোগী ইতিহাস, ভূগোল ও বিজ্ঞান সংক্রান্ত নানা রচনা থাকত। মূলত কোন সংবাদ প্রকাশ হত না।

Exit mobile version