জাতীয় চার নেতার নাম বলুন-

প্রার্থীঃ আসসালামু আলাইকুম। আসতে পারি স্যার?
চেয়ারম্যানঃ ওয়ালাইকুমুস সালাম। আসুন, বসুন।
প্রার্থীঃ ধন্যবাদ স্যার।

চেয়ারম্যানঃ আপনার লিখিত পরীক্ষা কেমন হয়েছে?
প্রার্থীঃ মোটামুটি ভালই স্যার।

চেয়ারম্যানঃ আপনি কোন বিষয়ে অনার্স করেছেন?
প্রার্থীঃ স্যার আমি সমাজ বিজ্ঞানে অনার্স ও মাস্টার্স করেছি।

চেয়ারম্যানঃ সমাজবিজ্ঞান কি নিরপেক্ষ বিজ্ঞান?
প্রার্থীঃ সমাজবিজ্ঞান নিরপেক্ষ বিজ্ঞান নয় তবে নিরপেক্ষ থাকতে চেষ্টা করে।

পরীক্ষক-১: বহুল আলোচিত TPP চুক্তির বিষয়ে আমাদেরকে একটু সংক্ষেপে অবহিত করুন।
প্রার্থীঃ এশিয়া ও প্রশান্ত মহাসগরীয় অঞ্চলের ১২টি দেশের অংশীদারিত্বমূলক বাণিজ্য চুক্তির নাম Trans Pacific Partnership বা TPP. এ চুক্তিতে সদস্যদেশগুলোর জন্য দ্বিপক্ষীয় বাণিজ্যের ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধার কথা উল্লেখ আছে। ২০১৬ সালে এ চুক্তির খসরা স্বাক্ষরিত হয়। ২০১৭ সালে যুক্তরাষ্ট্র এ চুক্তি থেকে বেরিয়ে যায়। ২০১৮ সালে চিলির সান্তিয়াগোতে যুক্তরাষ্ট্রকে ছাড়া অবশিষ্ট ১১টিদেশ এ চুক্তিতে স্বাক্ষর করে। ৩০ডিসেম্বর ২০১৮ থেকে এ যুক্তি কার্যকর হয়। যুক্তরাষ্ট্রকে ছাড়া এ চুক্তির নামকরণ করা হয় Comprehensive and progresive Agreement for Trans-Pacific Partnership(CPTTP বা TPP-11) পরীক্ষক-১

পরীক্ষক-১: CPTPP এর সদস্যদেশগুলোর নাম বলুন।
প্রার্থীঃ অস্ট্রেলিয়া, ব্রুনাই, চিলি, মালয়েশিয়া, সিংগাপুর, ভিয়েতনাম, কানাডা, মেক্সিকো, নিউজিল্যান্ড, পেরু, জাপান।

পরীক্ষক-১ প্রচলিত নোট বা বিহিত নোটের বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্রম মোদী কী সিদ্ধান্ত নিয়েছিলেন এবং কেন?
প্রার্থীঃ ২০১৬ সালের নভেম্বর মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সে দেশের কালো টাকার দৌরাত্ম্য ও দুর্নীতি বন্ধ করতে প্রচলিত ৫০০ ও ১০০ রুপির নোট হঠাৎ করে বাতিলের সিদ্ধান্ত নেন।

পরীক্ষক-১ NAFTA এর পরিবর্তিত নাম কি? এ সম্পর্কে আপনি কি জানেন?
প্রার্থীঃ North American Free Trade Area বা NAFTA যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার মধ্যে স্বাক্ষরিত শুল্কমুক্ত একটি ত্রিপক্ষীয় একটি বাণিজ্য চুক্তি। যা ১৯৯৪ সালের ১ জানুয়ারিতে কার্যকর হয়। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর বিভিন্ন কারনে/অনুহাতে চুক্তিটি নতুন করে করার জন্য আলোচনা শুরু করে। ৩০ নভেম্বর ২০১৮ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার মধ্যে শুল্ক বিরোধ নিরসনে পরিবর্তন ও পরিমার্জনের মাধ্যমে United States–Mexico–Canada Agreement (USMCA) নামে পুনরায় স্বাক্ষরিত হয়।

চেয়ারম্যানঃ ১৯৭১ সালের মার্চ মাসের তিনটি উল্লেখযোগ্য ঘটনা উল্লেখ করুন।
প্রার্থীঃ ২ মার্চ ডাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় প্রথমবারের মত বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক ভাষণ প্রদান করেন। ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন।

চেয়ারম্যানঃ আমাদের দেশে একটি বিখ্যাত পর্যটন স্পট আছে, যা ‘বাংলাদেশের ফুসফুস’ নামে খ্যাত। এর পরিচয় দিন।
প্রার্থীঃ সুন্দরবনকে ‘বাংলাদেশের ফুসফুস’ বলা হয়। সুন্দরবনের মোট আয়তন ১০,০০০ বর্গ কিমি, যার মধ্যে ৬,০১৭ বর্গ কিমি বাংলাদেশের মধ্যে বাকি অংশ ভারতের মধ্যে অবস্থিত। এ সময় যশোর, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, বরিশাল পর্যন্ত বিস্তৃত ছিল সুন্দরবন। এটা বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন বা শ্বাসমূলীয় বন।

পরীক্ষক-২ প্রশাসন আর পুলিশের সম্পর্ক কী?
প্রার্থীঃ Code of criminal procedure অনুসারে প্রশাসন পুলিশের উপর সাধারণ নিয়ন্ত্রন আরোপ করতে পারে এবং পুলিশ প্রশাসনের বৈধ আদেশ পালন করে থাকে।

পরীক্ষক-২ কোন ক্ষমতাবলে ম্যাজিস্ট্রেট পুলিশের উপর নিয়ন্ত্রন করে।
প্রার্থীঃ The General Caluses Act-1897 অনুযায়ী নির্বাহী ক্ষমতা বলে।

পরীক্ষক-২ ধরুন আপনি সহকারী কমিশনার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট; এক্ষেত্রে পুলিশ আপনাকে কেন মানবে?
প্রার্থীঃ পুলিশ আমাকে মানবে কারণ আমি সহকারী কমিশনার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট। আমি নির্বাহী ক্ষমতাপ্রাপ্ত।

পরীক্ষক-২ জাতীয় চার নেতার নাম বলুন-
প্রার্থীঃ সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, আবুল হাসনাত মোহম্মদ কামারুজ্জামান, ক্যাপ্টেন এম মনসুর আলী।

চেয়ারম্যানঃ বাংলাদেশের শাসন ব্যবস্থার সকল মূলনীতি প্রণীত ও চূড়ান্তভাবে গৃহীত হয় কোথায়?
প্রার্থীঃ সচিবালয়ে।

চেয়ারম্যানঃ প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধান প্রশাসনিক কর্মকর্তাকে কি বলে।
প্রার্থীঃ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব।

চেয়্যারম্যানঃ ঠিক আছে আপনি এবার আসুন।
প্রার্থী ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম।

কারেন্ট অ্যাফেয়ার্স থেকে সংগৃহীত।

Add a Comment