The synonym of ‘Improvement’ is-

  • Promotion
  • Advancement
  • Betterment
  • Preference

Preference- বিশেষ অনুরাগ বা অভিরুচি , Promotion - পদোন্নতি। এই শব্দদুটি Improvement এর সমার্থক হবার তো প্রশ্নই আসে না। বাকি যে দুটা শব্দ থাকে সে দুটার মধ্যেও পার্থক্যটা সুক্ষ্ম। এখানে Improvement- কোন কিছুর উন্নত হবার বা করার প্রক্রিয়া Sales figures continue to show signs of improvement. বিক্রির পরিমাণ চলমান উন্নতির লক্ষণ হিসাবে দেখা যাচ্ছে। অর্থাৎ বিক্রির পরিমাণ এমন একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে যা উন্নতির সহায়ক। আরেকটি উদাহরণ I think there is room for improvement in any organization. আমি মনে করি যেকোন সংস্থায় উন্নতি করার সুযোগ আছে। মানে হলো প্রত্যেকটি সংস্থায় এমন কিছু প্রক্রিয়া আছে যা দ্বারা উন্নতি করা সম্ভব। Betterment- কারো উন্নত হবার বা কাউকে উন্নত করার প্রক্রিয়া। His life offered me no hope of betterment. তার জীবনে উন্নতি ঘটার কোন আসা আমি দেখতে পাচ্ছি। মানে সেখানে উন্নতির এমন কোন প্রক্রিয়া নেই যা দেখে আমার মনে হতে পারে যে সে জীবনে ভালো কিছু করবে।Advancement- কাউকে সফল হতে বা উন্নত হতে সাহায্য করার যে প্রক্রিয়া তা বুঝাতে Advancement, বা সেই সাহায্যের ফলে যতটুকু উন্নতি হলো তা বুঝাতেও Advancement যেমন- বিজ্ঞানের অগ্রগতি বা উন্নতিতে সবাই কাজ (সাহায্য) করে যাচ্ছে, এক্ষেত্রে অগ্রগতি বা উন্নতির প্রতিশব্দ হবে Advancement. আবার ধরা যাক গত বছরে চিকিৎসা বিজ্ঞানে কম অগ্রগতি হয়েছে, সেই কম অগ্রগতিটুকুকেই বুঝানোর জন্য বলা যেতে পারে- The advancement in medical science is not satisfactory. অর্থাৎ যতটুকু অগ্রগতি হয়েছে তা সন্তষজনক নয়।