O এর ভরসংখ্যা ১৭ হলে, আইসোটোপের নিউট্রন সংখ্যা কত?

  • ১৭
  • ২৫

কোনাে প্রমাণুতে উপস্থিত প্রোটন সংখ্যা (Z) ও নিউটন সংখ্যার (n) যােগফলকে ঐ পরমাণুর ভরসংখ্যা (A) বলে। যেহেতু ভরসংখ্যা হলাে প্রােটিন সংখ্যা ও নিউট্রন সংখ্যার যােগফল, কাজেই সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়ােগ করলে নিউট্রন সংখ্যা পাওয়া যায়। প্রশ্নানুযায়ী অক্সিজেনের (O) ভরসংখ্যা হলাে 17, এর প্রােটন সংখ্যা 8, ফলে এর নিউট্রন সংখ্যা হচ্ছে A-Z = 17 – 8 = 9.