League of Arab states(আরবলীগ)-এর বর্তমান সদর দপ্তর কোথায় অবস্থিত?

  • তিউনিস
  • কায়রো
  • রাবাত
  • জেদ্দা

আরব লীগ প্রতিষ্ঠাকালীন সময়ে এর সদর দপ্তর ছিল- মিশরের কায়রো। ১৯৭৯ সালের মিশর ইসরাইল শান্তি চুক্তি পরিপ্রেক্ষিতে ১৯৭৯ সালেই আরবলীগ মিশরের সদস্যপদ স্থগিত করে, এবং তিউনিশিয়ার এর সদর দপ্তর স্থানান্তর করে। এক দশক পরে ১৯৮৯ সালে মিশরকে আবার সদস্যপদ দেওয়া হলে। আরব লীগের সদর দপ্তর কায়রোরে পুনঃস্থাপিত হয়।