In which sentence is the word ‘past’ used as a preposition?

  • Writing letters is a thing of the past.
  • I look back on the past without regret.
  • I called out to him as he ran past.
  • Tania was a wonderful singer, but she's past her prime.

  1. Writing letters is a thing of the past. - চিঠি লেখা (এখন) অতীতের বিষয়।
  2. I look back on the past without regret. অতীতকে (কৃত কর্মের বিষয়ে) কোন অনুশোচনা ছাড়াই আমি মনে করতে পারি। অর্থাৎ অতীতের কোন কাজ নিয়ে আমি অনুতপ্ত নই- যা করছি/হইছে ভালই করছি/হইছে।
  3. I called out to him as he ran past. যখন সে দৌড়ে পার হচ্ছিল আমি চিল্লায়া ডাকলাম।
  4. Tania was a wonderful singer, but she's past her prime. তানিয়া ছিল এক অসাধারণ গায়িকা, কিন্তু এখন তার আর সে নাম ডাক আর নাই। ( অর্থাৎ তার গায়িকা হিসাবে তার মুখ্য সময় টা সে পার করেছে, বা গত হয়েছে।
কোন কথা নাই প্রথম দুটা বাক্যে past হলো noun, কেননা আগে the আছে। তৃতীয় বাক্যে এক পাশ থেকে আরেক পাশ বুঝাতে past হলো adverb. তা শুধু ক্রিয়ার (ran) সাথে বসে তাকে modify করছে। গত, পরে, পেরিয়ে বা ছাড়িয়ে বুঝাতে past একটি preposition. আর তা বসছেও একটি noun/pronoun (her prime) এর পূর্বে।