Cozy bear একটি কি?

  • নদী
  • চুক্তি
  • হ্যাকার গ্রুপ
  • বিনোদন কেন্দ্র

সাইবার গোয়েন্দা কার্যক্রম সম্পাদন ও সাইবার যুদ্ধ পরিচালনা ও মোকাবেলায় রাশিয়ান ইন্টেলিজেন্স সার্ভিস কর্তৃক ২০০৮ সালে গঠিত একটি হ্যাকার গ্রুপ Cozy bear। পূর্বে গ্রুপটি Advanced Persistancew Threat-29 (APT29), office monkey, coy duke ইত্যাদি নামে পরিচিত ছিল। গ্রুপটি নির্দিষ্ট টার্গেট লক্ষ্য করে Spearphishing এবং Malware পদ্ধতিতে আক্রমণ করে কার্য পরিচালনা করতো। উল্লেখ্য কোজি বিয়ার এর অধিভুক্ত অন্য আরেকটি সুপরিচিত রাশিয়ান হ্যাকার গ্রুপ হচ্ছে Fancy Bear. Cozy Bear পরিচালিত হয় Foreign Intelligence Service (FSB) বা Russian Federal Security Service (SVR) এর অধীনে।