‘Attested’- এর বাংলা পিরভাষা কোনটি?

  • সত্যায়িত
  • প্রত্যয়িত
  • সত্যায়ন
  • সংলগ্ন/সংলাগ

  • বাংলা একাডেমি English - Bangla Dictionary ও আধুনিক বাংলা অভিধান অনুযায়ী Attested অর্থ সত্যায়িত/প্রত্যায়িত।
  • অন্যদিকে বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা গ্রন্থ অনুযায়ী Attested এর পরিভাষা সত্যায়িত
  • এছাড়া ড. হায়াৎ মামুদের ভাষা-শিক্ষা গ্রন্থ অনুযায়ী Attested- এর বাংলা পরিভাষা প্রত্যায়িত।
  • Certified এর পরিভাষা প্রত্যায়িত।
  • প্রত্যয়িত একটি বিশেষণ বাচক শব্দ, অর্থ হলো যার দ্বারা প্রত্যয়ন বা বিশ্বাস সৃষ্টি হয়, দায়িত্বশীল ব্যক্তির দ্বারা স্বাক্ষরযুক্ত(attested), প্রত্যয়িত নকল (attested copy)