Almond ও Powel চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে বিভক্ত করেছেন—

  • ৩ ভাগে
  • ৪ ভাগে
  • ৫ ভাগে
  • ৬ ভাগে

Almond ও Powell চাপসৃষ্টিকারী গোষ্ঠীকে চার ভাগে ভাগ করেছেন। যথা—

  1. Institutional Interest Groups যেমন হতে পারে বিসিএস প্রশাসন ক্যাডার এসোসিয়েশন, জেলা বিসিএস ফোরাম,
  2. The Associational Interest Groups যেমন কর্মচারীদের ট্রেড ইউনিয়ন, ব্যাংকের সিবিআই ইত্যাদি।
  3. Anomic Interest Groups যেমন হতে পারে ঢাকার বাসা ভাড়াটিয়াদের গ্রুপ, ঢাকার রাস্তায় বাইকার দের জন্য আলাদা লেনের দাবির জন্য গ্রুপ ইত্যাদি।
  4. Non-Associational Interest Groups - যেমন ভারতের আরএসএস, বাংলাদেশের হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্ট, বা উপজাতিদের কোন সংগঠন।