1954 সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতীক ছিল-
January 31, 2017 | বাংলাদেশ বিষয়াবলি, 37 BCS Preliminary
| - ধানের শীষ
- নৌকা
- লাঙ্গল
- বাইসাইকেল
১৯৫৪ সালের ১০ মার্চ যুক্তফ্রন্টের নির্বাচনে যুক্তফ্রন্ট নৌকা প্রতীকে নির্বাচন করে পূর্ব বাংলার ৩০৯ টি আসনের মধ্যে ২৩৬ টি পায়। যুক্তফ্রন্ট মন্ত্রীসভার প্রথম মুখ্যমন্ত্রী শেরে বাংলা এ কে ফজলুল হক। বঙ্গবন্ধু হন শিল্প মন্ত্রী। উল্লেখ যে যুক্তফ্রন্ট মন্ত্রীসভা ৩০ মে ১৯৫৪ সালে ভেঙ্গে দেওয়া হয়।