২০১৮ সালে অনুষ্ঠিত জি সেভেন শীর্ষ সম্মেলন এর পর যৌথ ঘোষণায় স্বাক্ষর প্রদানের কোন দেশ বিরত ছিল?

  • ইতালি
  • ফ্রান্স
  • যুক্তরাষ্ট্র
  • জার্মানি

২০১৮ সালে কানাডার কুইবেক অঙ্গরাজ্যের লা মালাবে শহরে অনুষ্ঠিত G-7 এর ৪৪তম শীর্ষ সম্মেলনের পর যৌথ ঘোষণায় স্বাক্ষর প্রদানে যুক্তরাষ্ট্র প্রথমে অস্বীকৃতি জানালেও পরবর্তীতে তাতে স্বাক্ষর প্রদান করে। যুক্তরাষ্ট্রের দাবি ছিল ক্রিমিয়া কে রাশিয়ার অংশ হিবসাবে মেনে নিয়ে তাকে এ গ্রুপে পুনরায় স্থান দেওয়া।