১৯৮৮ সালের সিউল অলিম্পিকে বাংলাদেশের কোন ভাস্করের শিল্পকর্ম প্রদশনীতে স্থান পায়?

  • শামীম শিকদার
  • সৈয়দ আব্দুল্লাদখালদ
  • হামিদুজ্জামান খান
  • আবদুল সুলতান

হামিদুজ্জামান খান ১৯৮৮ সালে দক্ষিণ কোরিয়ার সিউল অলিম্পিক পার্কে ' স্টেপস ' (সিঁড়ি) নির্মাণ করেন। ১৯৯০ সালে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সংশপ্তক ভাস্কর্য নির্মাণ করেন। এই ভাস্কর্যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস, ঐতিহ্য ও চেতনাকে ব্রোঞ্জের মূর্তির মাধ্যমে প্রকাশ করা হয়। এছাড়াও তিনি কাজী নজরুল ইসলাম এভিনিউ এ স্থাপন করেছেন 'স্বাধীনতা' নামক ভাস্কার্য।