১৯৫২ সালের তত্কালীন ভাষা আন্দোলন কিসের জন্ম দিয়েছিল?

  • এক নতুন জাতীয় চেতনার
  • এক নতুন সমাজ ব্যবস্থার
  • এক সাংস্কৃতিক আন্দোলনের
  • এক রাজনৈতিক মতবাদের

১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালির মনে এক নতুন চেতনার জন্ম দেয়। ভাষার ভিত্তিতে বাঙালি নিজেদের স্বাতন্ত্র্য স্বত্তার অনুভূতি টের পায়। তা থেকে উদ্ভব হয় বাঙালি জাতীয়তাবাদের। এ জাতীয়তাবাদের হাতধরেই বাঙালি জাতি ১৯৭১ সালে স্বাধীনতা অর্জন করে।