স্বাধীনতা পদক প্রাপ্ত ব্যক্তিত্ব হলেন-

  • শামসুর রাহমান
  • যতীন সরকার
  • সৈয়দ আলী আহসান
  • সৈয়দ শামসুল হক

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে জাতীয় জীবনে সরকার নির্ধারিত বিভিন্ন ক্ষেত্রে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ প্রতিবছর (১৯৭৭ সাল থেকে) স্বাধীনতা দিবসে (২৬ শে মার্চ) বাংলাদেশের নাগরিক গোষ্ঠী বা সংগঠনকে সরকার কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ সম্মাননা পদক হচ্ছে স্বাধীনতা পুরস্কার। প্রশ্নে উল্লেখিত চার জন ব্যক্তিই বিভিন্ন সময়ে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ স্বাধীনতা পুরস্কারে ভূষিত হয়েছেন। কবি শামসুর রহমান সাহিত্যে, যতীন সরকার শিক্ষায়, সৈয়দ আলী আহসান সাহিত্যে এবং সৈয়দ শামসুল হক সাহিত্যে স্বাধীনতা পুরস্কার লাভ করেন।