স্টক শেয়ারে প্রবর্তিত নতুন পদ্ধতি কোনটি?

  • ডিভিডেন্ড
  • ডিভ্যালু
  • ডিম্যাট
  • ডিসকাউন্ট

Bangladesh Securities and Exchange Commission (BSEC) ১৯৯৫ সালে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের অনুমোদন দেয়। এ কমিশন তখন কিছু উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করে। তার মধ্যে ছিল প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ, ডিম্যাট (Demat) ইত্যাদি। ডিম্যাটের পূর্ণরূপ হলো materialized account। এখানে materialized কথাটির অর্থ হলো বাস্তব বা বস্তুগত শেয়ার/সিকিউরিটিগুলোকে অবস্তুগত তথা ডিজিটাল পদ্ধতিতে রূপান্তর ঘটানো। ডিম্যাট অ্যাকাউন্ট দিয়ে একজন শেয়ার হোল্ডার ঘরে বসেই অনলাইনের মাধ্যমে তার শেয়ারের কেনা বেচাকরতে পারেন।