সনেটের কটি অংশ?

  • একটি
  • দুটি
  • তিনটি
  • চারটি

চতুর্দশপদী হল এক ধরনের কবিতা যার প্রথম উদ্ভব হয় মধ্যযুগে ইতালিতে। চৌদ্দ-চরণ-সমন্বিত ভাবসংহত সুনির্দিষ্ট। এর দুটি অংশ থাকে। চতুর্দশপদী কবিতার প্রথম আট চরণের স্তবককে অষ্টক (Octave) এবং পরবর্তী ছয় চরণের স্তবককে ষষ্টক (Sestet) বলে।