‘সদ্যোজাত’ শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি?

  • সৎ+জাত
  • সদ্যো+জাত
  • সদ্যঃ+জাত
  • সদ্য+জাত

অ-কার+ বিসর্গ + অ/আ, বর্গের ৩য়, ৪র্থ, ৫ম অথবা য, র, ল, ব, হ এরূপে থাকলে বিসর্গ ও-কার হয়। ততঃ+অধিক=ততোধিক; মনঃ+গড়া= মনোগড়া, (মনগড়া নয়।) সদ্যঃ+জাত = সদ্যোজাত এগুলো সব স্‌-জাত বিসর্গের উদাহরণ। অর্থাৎ এখানে স্‌-জাত বিসর্গ ও-কার হয়ে এসেছে।