সঠিক বানান কোনটি?

  • নিশিথিনী
  • নীশিথিনী
  • নিশীথিনী
  • নিশিথিনি

নিশা = √নিশ্ + অ(ক) + আ(টাপ্‌) এখানে প্রথম অ(ক) যুক্ত হয়ে কর্তৃ বাচক শব্দ 'নিশ' তার সাথে আ(টাপ) যুক্ত হয়ে ভাব বাচক সংজ্ঞা তৈরি হয়েছে 'নিশা'। নিশা থেকে নিশি । নিশা বা নিশি দুটি শব্দের অর্থই রাত্রি।অপরদিকে- নিশীথ = নি + √শী + থ। দেখা যাচ্ছে শব্দটিতে পূর্বে থেকেই ঈ-কার আছে। এর সাথে ইন্‌ ও ঈ প্রত্যয় যুক্ত হয়ে হয়েছে নিশীথিনী (নিশীথ + ইন্ + ঈ)। বলাই বাহুল্য যে নিশীথ ও নিশীথিনী দুটো শব্দের অর্থই রাত্রি।